নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর : এসএফআই মোহনপুর মহকুমা কমিটির দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷ বামুটিয়ার কালীবাজারস্থিত সিপিআইএম দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই সম্মেলন৷ মোট ৮৬ জন প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেয়৷ সিমনা, মোহনপুর এবং বামুটিয়া বিধানসভা এলাকার সদস্য সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় এই সম্মেলন৷ দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই সম্মেলনের সূচনা হয়৷
সম্মেলনে রাজ্য সম্পাদক বলেন , রাজ্যের শিক্ষানীতিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে৷ যার মধ্য দিয়ে রাজ্যের গরিব ঘরের সন্তানরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হবে৷ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অর্থ আদায়ের মধ্য দিয়ে দরিদ্র ছেলেমেয়েদের শিক্ষা প্রাপ্তির পথ সংকোচিত করা হচ্ছে বলে অভিযোগ আনলেন রাজ্য কমিটির সম্পাদক সন্দীপন দে৷ এছাড়াও তিনি জাতীয় শিক্ষানীতি নিয়েও সরব হন তিনি৷ উপস্থিত সমস্ত সদস্য সদস্যদের আহ্বান করেন আগামী দিনে এই সমস্ত ইস্যুকে সামনে রেখে লড়াই আন্দোলনটা আরো শক্তিশালী করার জন্য৷ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের মোহনপুর বিভাগিয় সম্পাদক শিব শংকর সাহা, সিপিআইএম মোহনপুর বিভাগীয় কমিটির সম্পাদক প্রণব দেববর্মা এবং অন্যান্যরা৷