নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর ( হি.স.) : আজ সোমবার সকাল সাড়ে ১০টায় উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার ইন্ডিয়া এক্সপো মার্টে চারদিনের আন্তর্জাতিক ডেইরি ফেডারেশন ওয়ার্ল্ড ডেইরি সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর আসাকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী মোদী গ্রেটার নয়ডা পৌঁছলে তাঁকে স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রীর আগমনের আগে রবিবার অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
চার দিনব্যাপী সম্মেলনে ৫৫টি অধিবেশন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ৪৬টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। এতে অংশ নিতে ১৫০০ জনের বেশি মানুষ নিজেদের নিবন্ধন করেছেন। দুগ্ধ শিল্পের সঙ্গে জড়িত ৭০০ জন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫০০ টিরও বেশি কৃষককেও এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি ১১টি হলে অনুষ্ঠিত হবে। সোমবার এই অনুষ্ঠানে যোগ দেবেন গুজরাটের মুখ্যমন্ত্রীও। গ্রেটার নয়ডায় প্রধানমন্ত্রী মোদীর আগমনের সময় ট্র্যাফিক পুলিশ এক্সপো মার্ট এবং নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে রুটের পরিবর্তন করা হয়েছে। শুধুমাত্র জরুরি যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।