শোপিয়ান , ১২ সেপ্টেম্বর ( হি.স.) : শোপিয়ান জেলার হেফ শিরমাল এলাকায় সোমবার বিকেলে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে এক সন্ত্রাসবাদী খতম হয়েছে।
সোমবার বিকেলে শোপিয়ানের হেফ শিরমাল এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির সুনির্দিষ্ট খবর পেয়ে শোপিয়ান জেলা পুলিশ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে পুরো এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশি অভিযান চলাকালীন এলাকায় লুকিয়ে থাকা সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীকে এগিয়ে আসতে দেখে গুলি ছুড়তে শুরু করে। তার পরেই এনকাউন্টার শুরু হয়। এই এনকাউন্টারে নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন সন্ত্রাসী নিহত হয়েছে। এ খবর লেখা পর্যন্ত দুপক্ষের গুলি-বিনিময় চলছে।

