Accident:বিএসএফের গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ, আহত এক

উদয়পুর, ১২ সেপ্টেম্বর : বিএসএফের গাড়ির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বাইক চালক। ঘটনাটি ঘটেছে বাগমা হাসপাতাল চৌমুহনী এলাকায়।

সোমবার বাগমা হাসপাতাল চৌমুনী সংলগ্ন জাতীয় সড়কে বিএসএফ-র গাড়ির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাইক চালক। ঘটনার বিবরনে জানা যায়, এদিন সকালে আগরতলা থেকে উদয়পুরমুখী টিআর-০১-এএন-৬৮৪০ নম্বরের একটি পালসার বাইক এবং বিপরীতদিক থেকে আসা টিআর-০৮-০৮৬৭ নম্বরের একটি বিএসএফের গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। সাথে সাথেই প্রত্যক্ষদর্শীরা দৌড়ে এসে বিএসএফের গাড়িটিকে আটক করে এবং দুর্গ্রঘটনা গ্রস্থ বাইক চালককে উদ্ধার করে গোমতি জেলা হাসপাতালে নিয়ে যায়।

এদিকে, বাগমা ফাঁড়ির পুলিশ দুর্ঘটনাগ্রস্থ বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। জাতীয় সড়কে বিএসএফ-র গাড়ির সাথে বাইক দুর্ঘটনা স্থানীয় মানুষ প্রচন্ড ক্ষুব্ধ হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *