নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১২ সেপ্টেম্বর, সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ আন্তর্জাতিক ডেয়ারি ফেডারেশন বিশ্ব ডেয়ারি সম্মেলনের উদ্বোধন করবেন। উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার ইন্ডিয়া এক্সপো সেন্টার অ্যান্ড মার্ট-এ আয়োজিত হচ্ছে ৪ দিন ব্যাপী এই সম্মেলন। ১২ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে চার দিনব্যাপী এই সম্মেলন। আন্তর্জাতিক ডেয়ারি ফেডারেশন বিশ্ব ডেয়ারি সম্মেলনে ৫০টি দেশের প্রায় ১,৫০০ জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে৷
প্রায় অর্ধ শতাব্দী আগে ১৯৭৪ সালে ভারতে সর্বশেষ এই ধরনের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল৷ ভারতীয় দুগ্ধ শিল্প এই অর্থে অনন্য যে, এই শিল্প সমবায় মডেলের উপর ভিত্তিশীল যা ক্ষুদ্র ও প্রান্তিক দুগ্ধ চাষীদের, বিশেষ করে মহিলাদের ক্ষমতায়ন করে। প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গিতে চালিত, সরকার দুগ্ধ সেক্টরে উন্নতির জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে যার ফলে গত আট বছরে দুধের উৎপাদন ৪৪ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।