রানির শেষকৃত্যে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

ওয়াশিংটন, ১০ সেপ্টেম্বর (হি.স.) : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্রিটেনে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে উপস্থিত থাকবে বলে জানান। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে তিনি একথা জানান। পাশাপাশি রানির মৃত্যুত্যে তিনি শোকজ্ঞাপনও করেন।

শুক্রবার আমেরিকার ওহাইওতে বক্তৃতা শেষে বিমান এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে থাকবেন বলে জানিয়ে বাইডেন বলেন, ‘এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানি না, তবে আমি যাচ্ছি।’

প্রেসিডেন্ট আরও বলেন, রাজা চার্লসের বিষয়ে জানাশোনা আছে তার, তবে রানির মৃত্যুর পর তার সঙ্গে কথা হয়নি। ওহাইওতে বাইডেনের বক্তব্যের আগে রানির শেষকৃত্যে তার যোগদান নিয়ে কোনও মন্তব্য করেনি হোয়াইট হাউস।

রানির শেষকৃত্য আগামী ১৯ সেপ্টেম্বর হতে পারে বলে জানা গিয়েছে। সহস্রাব্দ ধরে ব্রিটিশ রাজপরিবারের বিয়ে থেকে রাজ্যাভিষেক কিংবা সমাধিস্থল হিসেবে খ্যাতি পেয়েছে ওয়েস্টমিনস্টার অ্যাবে হবে রানির শেষকৃত্য । শেষবার ২০১১ সালে রানি এলিজাবেথের নাতি চার্লস-পুত্র যুবরাজ উইলিয়ামের সঙ্গে কেট মিডলটনের বিয়ের সাক্ষী ছিল অ্যাবে। বিয়ের ঠিক ১৪ বছর আগে যুবরাজ উইলিয়াম এই অ্যাবেতেই এসেছিলেন তাঁর মা যুবরানি ডায়ানার শেষকৃত্যে যোগ দিতে। সেই ওয়েস্টমিনস্টার অ্যাবে ফের একবার তৈরি হচ্ছে প্রায় শতায়ু রানির সমাধি-অনুষ্ঠানের জন্য।

ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হয় গত বৃহস্পতিবার। তার বয়স হয়েছিল ৯৬ বছর। এলিজাবেথ ৭০ বছরের বেশি সময় রাজত্ব করেছেন। তার সময়ে ১৪ জন প্রেসিডেন্ট দেখেছে আমেরিকা। রানির মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। এর আগে বাইডেন তার শোকবার্তায় বলেছেন, অনন্য মর্যাদাসম্পন্ন রাষ্ট্রনায়ক ছিলেন এলিজাবেথ। তিনি আমেরিকা ও ইংল্যান্ডের দৃঢ় সম্পর্ককে আরও গভীর করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *