দুমকা, ৭ সেপ্টেম্বর (হি.স.) : ঝাড়খন্ডের জেলার কারাগারের পেছনে নিউ বান্ধাপাড়া এলাকার একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে দশম শ্রেণির ছাত্র সাহিল সোরেনের মৃতদেহ। বুধবার দেহ উদ্ধার করেছে জেলার নগর থানা পুলিশ। সাহিল বাল সৈনিক স্কুলে পড়াশোনা করতেন এবং রামগড়ের বাসিন্দা। তিনি তার মামা ও বোনের সাথে থাকতেন।
স্থানীয়দের অভিযোগ, সাহিলকে গলায় ফাঁস লাগিয়ে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যে গামছে দিয়ে সে ঝুলছিল সেটি তার নয়। পুলিশের প্রাথমিক অনুমান, সহিলকে হত্যা করা হয়েছে। তদন্তের জন্য আসছে ফরেনসিক দল । নিহতের বোন জানান, সাহিল প্রতিদিনের মতো এদিন ভোর পাঁচটায় মর্নিং ওয়াকে বেরিয়েছিল, অনেকক্ষণ ফিরে না আসায় একটি শিশুকে ঘটনাস্থলে পাঠায়। কারণ সাহিল প্রায়ই এই জায়গায় মর্নিং ওয়াক করত তার বন্ধুদের সাথে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।