আগরতলা, ৭ সেপ্টেম্বর (হি. স.) : ত্রিপুরায় রাজ্যসভার একটি আসনে উপনির্বাচনে বামফ্রন্ট আজ প্রার্থী ঘোষণা দিয়েছে। প্রাক্তন অর্থমন্ত্রী তথা বর্তমান সিপিএম বিধায়ক ভানুলাল সাহা আবারও রাজ্যসভা নির্বাচনে বামফ্রন্ট প্রার্থী হয়েছেন। আজ সাংবাদিক সম্মেলনে প্রার্থী ঘোষণা দিয়ে বামফ্রন্টের কনভেনর নারায়ণ কর ত্রিপুরায় বিজেপির শরিক দল আইপিএফটি এবং কংগ্রেসের কাছে সমর্থনের খোলা আবেদন দিয়েছেন।
প্রসঙ্গত, গত এপ্রিলে ত্রিপুরায় রাজ্যসভার একটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা ওই নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে ত্রিপুরায় মুখ্যমন্ত্রী পরিবর্তন হওয়ায় তাঁকে ওই দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেছেন। তাই, শূন্য আসনে আগামী ২২ সেপ্টেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ বামফ্রন্টের কনভেনর ৫ মাস পর রাজ্যসভার একটি মাত্র আসনে পুণরায় নির্বাচনের জন্য শাসক দল বিজেপিকে একহাত নিয়েছেন। তাঁর কটাক্ষ, বিজেপি ত্রিপুরার মানুষের সাথে ছেলেখেলা করছে। তাই, ছয় মাসের অন্তরে আবারও নির্বাচনের মুখোমুখি হতে হচ্ছে।এদিন তিনি ঘোষণা দেন, রাজ্যসভার একটি আসনে উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থী হবেন প্রাক্তন অর্থ মন্ত্রী তথা বর্তমান বিধায়ক ভানুলাল সাহা। সাথে তিনি বামফ্রন্ট প্রার্থীকে সমর্থনের জন্য সকলের কাছে আবেদন রেখেছেন। তিনি বলেন, বিজেপির শরিক দল আইপিএফটি যোগ্য মর্যাদা পাচ্ছে না। এমনকি বহু বিজেপি বিধায়ক যোগ্য মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁর কথায়, এখন বিধানসভায় কংগ্রেসের একজন সদস্য রয়েছেন। বিজেপিকে সমুচীন জবাব দেওয়ার যায় সকলের কাছে বামফ্রন্ট প্রার্থীকে রাজ্যসভার উপনির্বাচনে সমর্থনের আবেদন জানিয়েছেন তিনি।