হাজিপুর, ৪ সেপ্টেম্বর ( হি.স.) : বিহারের বৈশালী জেলার ভগবানপুর থানা এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশী মদসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার পুলিশ সূত্রে বলা হয়েছে, শনিবার গভীর রাতে কারহারি গ্রামের কাছে সন্দেহের ভিত্তিতে একটি স্করপিওটিকে আটক করা হয়েছিল এবং তল্লাশি করা হয়েছিল। এ সময় হরিয়ানার তৈরি ৪০ কার্টন বিদেশি মদ উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত করা মদের মূল্য প্রায় চার লাখ টাকা।
ব্যবসায়ী কুন্দন কুমার ও গাড়িচালক বিষ্ণুকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্র জানিয়েছে, পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।