পাটনা, ৩ সেপ্টেম্বর (হি.স.): উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে জনতা দল ইউনাইটেডের ভাঙনের জন্য বিজেপিকে বিঁধলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।শনিবার বিজেপিকে তোপ দেগে নীতীশ কুমার বলেছেন, আমরা যখন এনডিএ থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম, তখন আমাদের ছ”জন মণিপুর বিধায়ক এসে আমাদের সঙ্গে দেখা করেছিলেন এবং আমাদের আশ্বস্ত করেছিলেন যে তারা জেডিইউ-এর সাথে আছেন। কি ঘটছে তা আমাদের ভাবতে হবে।
নীতীশ কুমার আরও বলেছেন, তারা (বিজেপি) বিধায়কদের দল থেকে বিচ্ছিন্ন করছে। সাংবাদিকদের নীতীশ প্রশ্ন করেন, এটা কী সাংবিধানিক? ২০২৪ সালের নির্বাচনে বিরোধীরা ঐক্যবদ্ধ হবে।এদিকে, এদিনই নীতীশ কুমারকে তোপ দেগেছিলেন বিজেপি নেতা সুশীল মোদী। তিনি বলেছেন, বিহার থেকেও জেডিইউ মুক্ত করা হবে।