লস অ্যাঞ্জেলেস, ৩ সেপ্টেম্বর (হি. স.) : মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়াতে ভয়াবহ আকার ধারন করেছে দাবানল। প্রশাসনের পক্ষ থেকে উত্তর ক্যালিফর্নিয়ার স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
১ হাজার একর এলাকা জুড়ে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে এবং সেখানকার তাপমাত্রা মারাত্মকভাবে বেড়ে গিয়েছে। সিস্কিউ কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, ‘দ্রুত হারে আগুন ছড়িয়ে পড়ছে।’ উইড, লেক শাস্টিনা এবং এজউড সহ শহরগুলিকে বাধ্যতামূলকভাবে এলাকা খালি করা নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় হাইস্কুল থেকে শিশুদের বাসে করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে এবং স্থানীয় বন্য প্রাণীদের জন্য আশ্রয় তৈরি করা হয়েছে বলেই স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।
শুক্রবার প্রশাসনের পক্ষে থেকে এলাকা খালি করার নির্দেশে বলা হয়েছে “প্রাণহানির ঝুঁকি রয়েছে। আইনিভাবে তাই এলাকা খালি করার নির্দেশ দেওয়া হচ্ছে। জনগণের যাতায়াতের জন্য এই এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে।” ক্যালিফোর্নিয়া এবং নেভাদা এবং অ্যারিজোনার কিছু অংশেও তাপমাত্রা মাত্রাতিরিক্তভাবে বেড়ে গিয়েছে। দাবানলের কারণে বেড়ে গিয়েছে এই অঞ্চলের তাপমাত্রা ।