Teliamura:মহিলা কমিশনের বিশেষ কাউন্সেলিং অনুষ্ঠিত তেলিয়ামুড়ায়

তেলিয়ামুড়া, ২ সেপ্টেম্বর : বর্তমানে পারিবারিক সমস্যার কারণে ভাঙছে সংসার৷ আর সেই সংসার গুলিকে ভাঙ্গনের হাত থেকে রক্ষা করার জন্য ত্রিপুরা মহিলা কমিশনার এর উদ্যোগে নেওয়া হয়েছে আলাপ আলোচনার মধ্যে দিয়ে স্বামী-স্ত্রীকে মিলিয়ে দেওয়ার উদ্দেশ্যে এক বিশেষ জেলা ভিত্তিক কাউন্সিলিং ক্যাম্পের আয়োজন করা হয় ত্রিপুরা মহিলা কমিশনের  উদ্যোগে তেলিয়ামুড়া পি.ডাব্লিউ.ডি ডাকবাংলাতে শুক্রবার৷ এদিনের এই বিশেষ কাউন্সিলিং ক্যাম্পে উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী৷

উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জেলায় স্বামী স্ত্রীর ভেঙ্গে যাওয়া সম্পর্ককে পুনরায় জুড়ে দেওয়ার উদ্দেশ্যে ২০১৮ সালে ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে এক বিশেষ জেলা ভিত্তিক কাউন্সিলিং-এর ব্যাবস্থা করা হয়েছে৷ কোভিড ১৯ এর সময় বিগত দুই বছর কোন কাজকর্ম করা সম্ভব হয়নি৷ ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে তেলিয়ামুড়া পি.ডব্লিউ.ডি ডাকবাংলাতে বিশেষ জেলা ভিত্তিক কাউন্সিলিং ক্যাম্পের অঙ্গ হিসাবে খোয়াই জেলায় এক ক্যাম্পিং অনুষ্ঠিত হয়৷ এই দিনের এই ক্যাম্পে উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী সহ কমিশনের অন্যান্য সদস্য সদস্যরা৷ 

এদিন খোয়াই জেলার মধ্যে পারিবারিক সমস্যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন রয়েছে এবং যারা মহিলা কমিশনারের দ্বারস্থ হয়েছে তাদেরকে ডাকা হয়েছে এই দিনের এই বিশেষ কাউন্সিলিং ক্যাম্পে৷ খোয়াই জেলার থেকে ১০ থেকে ১২ টি পরিবার এ দিনের ক্যাম্পে অংশগ্রহণ করে৷ তাদের মধ্যে দুইটি পরিবারকে আলাপ আলোচনার ম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *