Manik Saha:অর্থনৈতিক বিকাশে ত্রিপুরায় উৎপাদিত পণ্যসামগ্রীর রপ্তানি বৃদ্ধির পরিকল্পনা নিতে হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ সেপ্টেম্বর (হি. স.) : ত্রিপুরায় শিল্প স্থাপনের জন্য যে অনুকূল পরিবেশ রয়েছে তা আরও ভালোভাবে কাজে লাগাতে হবে। ত্রিপুরার অর্থনৈতিক বিকাশে রাজ্যে উৎপাদিত পণ্যসামগ্রীর রপ্তানি বৃদ্ধির পরিকল্পনা নিতে হবে শিল্প ও বাণিজ্য দপ্তরকে। আজ বোধজংনগর শিল্প নগরীতে উদ্যোগী ভবন ও ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের পঞ্চম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শিল্পের বিকাশ ও সম্প্রসারণে রাজ্যে শান্তির পরিবেশ বজায় রাখার উপরও গুরুত্ব আরোপ করেন।

তিনি বলেন, শান্তির পরিবেশ বজায় থাকলেই দেশ-বিদেশের শিল্প উদ্যোগীরা রাজ্যে শিল্প স্থাপনে উৎসাহিত হবেন। অনুষ্ঠান শুরুর আগে মুখ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিগণ ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির এবং কোভিড বুস্টার ডোজ সেন্টারটি পরিদর্শন করেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, ত্রিপুরায় শিল্প স্থাপনে যোগাযোগ সহ বিভিন্ন পরিকাঠামোর ব্যাপক উন্নয়ন করা হয়েছে। ফলে বহির্রাজ্যের শিল্প উদ্যোগীগণ রাজ্যে শিল্প স্থাপনে আগ্রহী হচ্ছেন। ত্রিপুরা সরকারও তাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে। রাজ্যে বিগত সরকারের সময়ে শিল্পের বিকাশে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। আন্দোলনের নামে শিল্প ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে। বর্তমান সরকার সবকা সাথ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াসের মূলমন্ত্রকে পাথেয় করেই ত্রিপুরার সার্বিক বিকাশে কাজ করছে।তিনি বলেন, ত্রিপুরায় উৎপাদিত পণ্য বাংলাদেশে যাতে বেশি করে রপ্তানি করা যায় সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রী বাংলাদেশের সহকারী হাইকমিশনারের প্রতি অনুরোধ জানান। মুখ্যমন্ত্রী বলেন, বোধজংনগর শিল্প নগরীর উন্নয়নে স্থানীয় জনগণকেও পাশে রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *