বাঁকুড়া, ২সেপ্টেম্বর (হি. স.) : জুনিয়র ডাক্তার নিগ্ৰহের ঘটনার প্রতিবাদে ও নিরাপত্তার দাবীতে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা।
ঘটনার বিবরনে জানা যায়, বৃহস্পতিবার রাতে আশঙ্কাজনক অবস্হায় এক রোগী ভর্তি হয় হাসপাতালে।ওই রোগীর মৃত্যু হলে রোগীর পরিবারের সদস্যরা চড়াও হয় কর্তব্যরত জুনিয়র ডাক্তারদের উপর। অভিযোগ জুনিয়র ডাক্তারদের শারীরিক নিগ্ৰহ করা হয়। ওই সময় কোনও সিনিয়র ডাক্তার ছিলেন না,ফলে চিকিৎসা ঠিকমত না হওয়ায় রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ।এই ঘটনার পরই জুনিয়র ডাক্তাররা ক্ষোভে ফেটে পড়েন। তারপরই তারা আন্দোলন শুরু করেন।এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও বক্তব্য মেলে নি।

