Arrest:অভিষেকের গ্রেফতারির আশঙ্কা নিয়ে মন্তব্য অমিত মালব্যর

কলকাতা, ২ সেপ্টেম্বর (হি. স.) : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির আশঙ্কা নিয়ে বৃহস্পতিবার টুইটারে মন্তব্য করলেন বিজেপি-র পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য।

অমিতবাবু এদিন বিকেলে লিখেছেন, “কারও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে বলা দরকার যে দুর্নীতির জন্য সংস্থাগুলির তাঁর তদন্ত করছে। সত্যাগ্রহের জন্য নয়। পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল জেলে। আইন সব অপরাধী সিন্ডিকেটের চাঁইদের ধরবে। এটা শুধু সময়ের ব্যাপার।”

প্রসঙ্গত, এদিন অভিষেককে প্রায় ছ’ঘন্টা কলকাতার ইডি অফিসে কাটাতে হয়। তাঁকে জেরা করেন গোয়েন্দারা।