Sports:এস.এম কাপ ফুটবলে সাফল্যের লক্ষ্যে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা ত্রিপুরা দল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর।। রওয়ানা হলো কিষান দেববর্মা-‌রা। দেশের রাজধানী দিল্লির উদ্দেশ্যে। দিল্লিতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সুব্রত মুখার্জি কাপ ফুটবলের অনূর্ধ্ব-‌১৪ বিভাগের খেলা। ৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে আসর। দেশের বিভিন্ন রাজ্যের সেরা দলগুলোর পাশাপাশি ব্রাজিল, থাইল্যান্ড, শ্রীলঙ্কার দলও এবার আসরে অংশ নেবে। ওই আসরে অংশ নিতেই বৃহস্পতিবার বিকেলের ট্রেণে রওয়ানা হলো জম্পুইজলার ফুটবলাররা। এবছর জম্পুইজলাকে নেতৃত্ব দেবে কিষান দেববর্মা। ৪ সেপ্টেম্বর দিল্লিতে পৌঁছে জম্পুইজলার ফুটবলাররা। রাজ্য ছাড়ার আগে গোটা দলকে এদিন যথেষট আত্মবিশ্বাসী লক্ষ্য করা গেছে। ভালো ফলাফল করা নিয়ে আশাবাদী দলের প্রতিটি ফুটবলারই। আশাবাদী কোচ সুবোধ দেববর্মাও। বুধবার বিকেলে শেষ প্রস্তুতি সেরে নিয়েছিলেন ফুটবলাররা। তবে এবারের আসরে অংশ নিতে নিজের গাটের টাকা খরচ করতে হচ্ছে কোচ সুবোধ দেববর্মাকে। ক্রীড়া দপ্তর থেকে আসরে অংশ নেওয়ার জন্য ১.‌২৬ লাখ টাকা দেওয়া হয়েছে। দেশের রাজধানীতে থাকা এবং খাওয়ার দায়িত্ব নিজ দলের। ফলে ওই টাকা দিয়ে ভালো খেলে ফিরে আসা প্রায় আসম্ভব।দলের সঙ্গে সহকারি কোচ হিসাবে যাবেন বুদ্ধ দেববর্মা। এদিন রাজ্য ছাড়ার আগে কোচ সুবোধ দেববর্মা বলেন,”এবারের দলে বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলার রয়েছে। যারা যে কোনও সময় ম্যাচের চাকা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তবে দীর্ঘ সড়কপথ অতিক্রম করে ছেলেরা যদি ক্লান্ত হয়ে না পরে তাহলে আমরা সাফল্য পাবোই”। অকপটে কোচ স্বীকার করে নেন, দলের মাঝমাঠ যথেষ্ট শক্তিশালী এবছর। দলনায়ক কিষান মনে করে, “প্রতিটি ফুটবলার যদি নিজের সলেরা খেলাটা মেলে ধরতে পারে তাহলে আমরা সাফল্য পাবোই”‌। জম্পুইজলার দল:‌ কিষান দেববর্মা (‌অধিনায়ক), টন জমাতিয়া, ঈশাক দেববর্মা, অরিন্দম দেববর্মা, অমরজিৎ দেববর্মা, ঈশাক দেববর্মা (‌জুনিয়র), রোহিত দেববর্মা, আশুতোষ দেববর্মা, বিজয় দেববর্মা, ফিলিমন জমাতিয়া, কিষান দেববর্মা (‌জুনিয়র), জেটলি কলই, মনদীপ দেববর্মা, মাসাই দেববর্মা এবং খাবাই দেববর্মা। কোচ:‌ সুবোধ দেববর্মা, সহকারি কোচ:‌ বুদ্ধ দেববর্মা।   ‌‌‌