ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর।। অপর্ণা দত্ত স্মৃতি রেটিং দাবার সুফল পেলেন রাজ্যের ১০ জন দাবাড়ু। বৃহস্পতিবার বিশ্ব দাবা ফেডারেশন থেকে নতুন রেটিং এর যে তালিকা প্রকাশ করা হলো তাতে ত্রিপুরার আরও ১০ জন দাবাড়ুর নাম রয়েছে। যারা মেট্রিক্স চেস আকাদেমি আয়োজিত সদ্য সমাপ্ত দ্বিতীয় বর্ষ ‘অপর্ণা দত্ত’ স্মৃতি রেটিং দাবায় ভালো খেলে নতুন করে রেটিং পেয়েছেন। ওই সব দাবাড়ুরা হলেন মেট্রিক্স চেস আকাদেমির ধ্রুবজ্যোতি রক্ষিত (১৪৯৮),মেট্রিক্স চেস আকাদেমির সূর্যময় ভট্টাচার্য (১৩৪২), মেট্রিক্স চেস আকাদেমির স্বপ্নিল দে (১১৩৭), মেট্রিক্স চেস আকাদেমির কৃতিশ্মাতা দাশগুপ্ত (১১২২), মেট্রিক্স চেস আকাদেমির সোমরাজ সাহা (১০৯৫), মেট্রিক্স চেস আকাদেমির শাক্য সিংহ মোদক (১০৫০), মেট্রিক্স চেস আকাদেমির মঞ্জীষ্ঠা দেবনাথ (১০০৫), টাইটন দেববর্মা (১২০৩), অঙ্কিত দাস (১২০৯) এবং অমেয়া পাল (১০৯২)। ৪৮ তম রাজ্য সিনিয়র দাবা প্রতিযোগিতা থেকেও বেশ কয়েকজন দাবাড়ু রেটিং পাবে যা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে। জানা গেছে, রাজ্য দাবা থেকে প্রায় ১৫ জন দাবাড়ু রেটিং পেতে পারেন।
2022-09-01

