ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট।। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আগামী ৫ই সেপ্টেম্বর ৬১তম রাজ্য ভিত্তিক শিক্ষক দিবস পালিত হবে। মহারাজা বীর বিক্রম মহাবিদ্যালায়ের রবীন্দ্র হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্যের অন্যান্য শিক্ষকদের সাথে সংবর্ধনা দেয়া হবে ক্রীড়া দপ্তরে কর্মরত ত্রিপুরা স্পোর্টস স্কুলের বরিষ্ঠ ক্রীড়া শিক্ষক তথা সাঁতার প্রশিক্ষক বাদল বনিককে। দীর্ঘ চার দশক ধরে সততা ও নিষ্ঠার সাথে রাজ্যের বিভিন্ন সুইমিং পুলে প্রশিক্ষনের গুরু দায়িত্ব পালন করে আসছেন তিনি। খেলোয়ারী জীবনে জাতীয় আসরে বহু পদক জিতেছেন। মুর্শিদাবাদে গঙ্গা বক্ষে দুঃসাহসিক দূর পাল্লার সাঁতারে অনেক বার পদক কুড়িয়েছেন। প্রশিক্ষক হিসেবে উনার হাতে গড়া বহু সাঁতারু কর্মক্ষেত্রে দেশের বিভিন্ন প্রান্তে সুপ্ৰষ্ঠিত। উনার এই অবদান রাজ্য বাসীর কাছে অনস্বীকার্য। এখনো রাইমা সুইমিং পুলে নিরলস ভাবে দু বেলা প্রশিক্ষন দিয়ে যাচ্ছেন তিনি। শুধু তাই নয়, সাঁতার না জানা প্রাপ্ত বয়স্কদেরকে ও অত্যন্ত সহানুভূতি সহকারে বিশেষ প্রশিক্ষন দিচ্ছেন। যদিও চলতি বছর অর্থাৎ আগামী ৩০শে সেপ্টেম্বর সরকারী ভাবে উনার ৩৯ বছরের সুদীর্ঘ্য কর্মজীবন শেষ হচ্ছে। কর্মজীবনের শেষ প্রান্তে এই সন্মান উনার জীবনে নিঃসন্দেহে বড় প্রাপ্তি। যোগ্য ব্যক্তি হিসেবে তাঁকে এই সম্মানের জন্য নির্বাচন করায় রাজ্যের ক্রীড়া মহল ভীষন খুশি। এই সম্মানের জন্য ভূষিত হওয়ায় ত্রিপুরা স্পোর্টস স্কুলের সহ কর্মীরা তাঁকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। তাঁর এই সন্মান আগামী প্রজন্মকে অনুপ্রেরনা জাগাবে।
2022-08-31