যথাযোগ্য মর্যাদায় রাজা রামমোহন রায়ের জন্মজয়ন্তী পালিত রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট৷৷ রাজা রামমোহন রায়ের ২৫০ তম জন্ম জয়ন্তী আজ রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়৷ এ উপলক্ষে মূল অনুষ্ঠান হয় বীরচন্দ্র সেন্ট্রাল লাইব্রেরীতে৷
সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের ২৫০ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে বুধবার সারা রাজ্যেই নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়৷ মূল অনুষ্ঠানটি হয় আগরতলা বীরচন্দ্র লাইব্রেরী প্রাঙ্গনে৷ সেখানে রাজা রামমোহন রায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা৷ এরপর ছাত্র-ছাত্রীদের এক বর্ণাঢ্য র্যালি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের ২৫০ তম জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠান নানা অনুষ্ঠানের আয়োজন করে৷