ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট।। জয় পেলে মারশুম পাথর একাদশ। ২-০ গোলে পরাজিত করলো এফ সি ব্রাদার্স দলকে। শ্যামা প্রসাদ মুখার্জি ফুটবল প্রতিযোগিতায়। জোলাইবাড়ি স্কুল মাঠে। বুধবার ম্যাচের শুরু থেকেই মারশুম পাথর একাদশের ফুটবলাররা আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়েও ছিলো এগিয়ে। ম্যাচের ১৭ মিনিটে বিজয়ী দলের পক্ষে জালাব সাংমা এবং ২৩ মিনিটে ঋষি মারাক গোল করেন। দ্বিতীয়ার্ধে ম্যাচে ঘুরে দাড়াতে এফ সি ব্রাদার্স দলের ফুটবলারা ক্রমাগত আক্রমণ করলেও বিপক্ষের রক্ষণভাগে চিড় ধরাতে পারেননি। শেষ পর্যন্ত ২-০ গোলে জয়লাভ করে মারশুম পাথর অকাদশ। খেলা পরিচালনা করেন দীপক মহাজন।
2022-08-31