কমল কাপ প্রাইজমানি দিবা-‌রাত্রি ভলিবলে চ্যাম্পিয়ন বি এস এফ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট।। চ্যাম্পিয়ন হলো বি এস এফ। ফাইনালে বি এস এফ পরাজিত করলো বাইখোরাকে। কমল কাপ প্রাইজমানি দিবা-‌রাত্রী ভলিবল প্রতিযোগিতায়। মঙ্গলবার গভীর রাতে হয় ফাইনাল ম্যাচ। আমতলি স্কুল মাঠে। খেতাব নির্ণায়ক ম্যাচে বি এস এফ ২-‌০ সেটে (‌২৫-‌১৫,২৫-‌১১) জয়লাভ করে। এর আগে প্রথম সেমিফাইনালে বি এস এফ ২-‌০ সেটে (‌২৫-‌২০,২৫-‌০৪) সেটে টি এস আর ‘‌বি’ দলকে। এবং দ্বিতীয় সেমিফাইনালে বাইখোরা ২-‌১ সেটে (‌২০-‌২৫,২৫-‌১৮,২৫-‌১৭)‌ টি এস আর ‘‌এ’ দলকে পরাজিত করে ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করেছিলো। ফাইনাল ম্যাচকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। খেলা শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পায় যথাক্রমে ১০ এবং ৫ হাজার টাকা। প্রসঙ্গত:‌ আসরে অংশ নিয়েছিলো ১৫ দল।‌‌‌‌