ঝাড়খণ্ড: সাসপেন্ডড বিজেপি নেত্রী সীমা পাত্রকে ১৪ দিনের জেল হেফাজত

রাঁচি, ৩১ আগস্ট ( হি.স.) : আদিবাসী পরিচারিকাকে নৃশংস অত্যাচারের অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি নেত্রী সীমা পাত্র। বুধবার রাঁচি পুলিশ তাঁকে গ্রেফতার করে। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে বিজেপির মহিলা মোর্চার জাতীয় কর্মসমিতির সদস্যা তথা প্রাক্তন আমলার স্ত্রী সীমাকে সাসপেন্ড করেছে দল। ঝাড়খণ্ডের আরগোরা থানায় তাঁর নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

পরিচারিকার অভিযোগ, তাঁকে যখন ০তখন বেধড়ক মারধর করা হতো। বেল্ট, লোহার রড এমনকী গরম রান্নার বাসন শরীরে চেপে ধরতেন মালকিন। মধ্যযুগীয় অত্যাচারের এখানেই শেষ নয়। পরিচারিকা তাঁর জবানবন্দিতে আরও অভিযোগ জানিয়েছেন, তাঁকে প্রস্রাব পান করতে বাধ্য করা হতো। মাটিতে পড়া প্রস্রাব জিভ দিয়ে চেটে পরিষ্কার করাতেন সীমা পাত্র। গুরুতর জখম অবস্থায় নির্যাতিতা যুবতী এখন রাঁচির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।
জনৈক সরকারি কর্মীর কাছ থেকে খবর পেয়ে গত ২২ আগস্ট রাঁচি পুলিশ ২৯ বছরের ওই যুবতীকে প্রাক্তন আমলার বাড়ি থেকে উদ্ধার করে। এরপর ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেন ওই মহিলা। এদিন অভিযুক্তকে আদালতে পেশ করা হলে তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠায় আদালত।