Football:প্রিমিয়ার লিগের ম্যাচে সাউদাম্পটনের কাছে হার চেলসির

লন্ডন, ৩১ আগস্ট ( হি.স.) : ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল ব্লুজরা। মঙ্গলবার সেন্ট মেরি’স স্টেডিয়ামে চেলসিকে ২-১ গোলে হারায় সাউদাম্পটন। প্রথমে এগিয়ে গিয়েও হারতে হল। ম্যাচের ২৩ মিনিটে গোল করে চেলসিকে এগিয়ে দেন রহিম স্টার্লিং। দুই ম্যাচে তিন গোল করলেন তিনি। কিন্তু বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি ব্লুজরা। মাত্র পাঁচ মিনিটের মধ্যে সাউদাম্পটনের হয়ে সমতা ফেরান ১৮ বছর বয়সী রোমিও লাভিয়ার। প্রথমার্ধের অতিরিক্ত সময় পিছিয়ে পড়ে চেলসি। অ্যাডাম আর্মস্ট্রংয়ের শট চেলসির ফুটবলারের গায়ে লেগে জালে জড়ায়। ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের আটে নেমে গেল চেলসি। সমসংখ্যক পয়েন্টে তাঁদের ঠিক উপরে সাউদাম্পটন। অপ্রত্যাশিত হারে চূড়ান্ত হতাশ চেলসি কোচ থমাস টাচেল।