সিদ্ধিদাতা গনেশ বন্দনায় মেতে উঠেছে রাজধানী আগরতলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট৷৷ সিদ্ধিদাতা গনেশ বন্দনায় মেতে উঠেছে রাজধানী আগরতলা শহর৷ গত দুবছর করোনা আবহের কারণে সিদ্ধিদাতা গণেশ পূজার তেমন আড়ম্ভর পরিলক্ষিত হয়নি৷ এবছর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক৷ ধর্মপ্রাণ মানুষ মেতে উঠেছেন গণেশ বন্দনায়৷ রাজধানী আগরতলা শহরের অলি গলিতে বিভিন্ন ক্লাব এবং ব্যবসায়ী সংস্থাগুলি গণেশ পূজায় মেতে উঠেছে৷ দৃষ্টিনন্দন পূজা মন্ডপ এবং আলোক ঝলমল হয়ে উঠেছে রাজধানী আগরতলা শহর৷ গত কয়েক বছর আগেও দেবশিল্পী বিশ্বকর্মা পুজোর মধ্য দিয়ে আমাদের রাজ্যে শারদ উৎসবের সূচনা ঘটতো৷ কিন্তু এখন আরো আগে থেকেই বিশেষ করে গণেশ চতুর্থী থেকেই সিদ্ধিদাতা গণেশ পুজোর মধ্য দিয়ে রাজ্যে শারদ উৎসবের সূচনা হয়৷ বুধবার বিকেল থেকেই রাজধানী আগরতলা শহরের বিভিন্ন পুজো মন্ডপে ভক্ত প্রাণ মানুষের আনাগোনা পরিলক্ষিত হয়৷ এদিন সন্ধ্যায় আলোর রোশনায় ঝলমলে হয়ে উঠে গোটা আগরতলা শহর৷ অনেকেই সপরিবারে পুজো দেখতে সন্ধ্যা রাতেই বেরিয়ে পড়েন৷ বিভিন্ন মন্ডপে প্রসাদ বিতরণেরও আয়োজন করা হয়৷ পুরান মতে শিব পার্বতী পুত্র সিদ্ধিদাতা গনেশ৷ একসময় মাড়োয়ারিদের আরাধ্য দেবতা হিসাবে পুজিত হতো৷ মহারাস্ট্র, গুজরাট সহ বেশ কয়েকটি রাজ্যে গনেশ পুজোই সব থেকে বড় পার্বণ ও উৎসব৷ কিন্তু এই পুজো এখন আর মহারাষ্ট্র বা গুজরাটে সীমাবদ্ধ নেই৷ মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, রাজস্থান,  মধ্যপ্রদেশ, তামিলনাড়ু,  অন্ধ্রপ্রদেশ,  তেলেঙ্গানা, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ছত্রিশগড়ের সাথে সাথে ত্রিপুরাতে গনেশ পুজোর প্রচলন হয়েছে৷ গত কয়েকবছর ধরে এই রাজ্যেও শিব পার্বতী পুত্র সিদ্ধিদাতা, বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ  দেবতা গজানন গণেশের পুজো হচ্ছে৷ এতে জাতি, ধর্ম, বর্ন নির্বিশেষে  মেতে উঠেছে সকলে৷ উৎসব মুখর হয়ে উঠেছে আগরতলা৷ তার মধ্যে অন্যতম বৃহৎ পুজো ছিল জগন্নাথ বাড়ি রোড স্থিত গণপতী সামাজিক সংস্থার পুজো৷ দুবছরের করোনা কাল কাটিয়ে আবার যখন স্বাভাবিক হয়ে উঠছে সব৷ মুখ থুবড়ে পড়া বিদ্ধস্ত জীবন যখন আবার নতুন প্রাণ ফিরে পেয়েছে, তখনই ২০২২ এ দাঁড়িয়ে সিদ্ধিদাতা গনেশের আরাধনা বেড়েছে দ্বিগুন৷ বলা বাহুল্য রাস্তার মোড়ে, অলীতে গলীতে, বাড়িতে বিভিন্ন ক্লাবে, সামাজিক সংস্থাতে সিদ্ধিদাতার আরাধনায় মেতে উঠেছে উৎসব মুখর বাঙ্গালী৷ এবারকার নতুন আকর্ষণ কিছু কিছু ক্লাব এবার গনেশবন্দনায় থিমভিত্তিক পুজোর আয়োজনও করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *