Calcutta High Court:শপথ নিলেন ৯ জন বিচারপতি, কলকাতা হাইকোর্টে বিচারকের সংখ্যা বেড়ে ৫৪

কলকাতা, ৩১ আগস্ট (হি.স.): কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন ৯ জন বিচারপতি। বুধবার ৯ জন বিচারপতি শপথ নেওয়ার পর কলকাতা হাইকোর্টে মোট বিচারকের সংখ্যা বেড়ে হল ৫৪। বিচারপতির এই সংখ্যা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। দেশের প্রাচীনতম হাইকোর্টগুলির মধ্যে অন্যতম হল কলকাতা হাইকোর্ট। বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব নতুন ৯ জন বিচারপতিকে শপথবাক্য পাঠ করিয়েছেন।

নতুন বিচারপতিদের স্বাগত জানিয়ে কলকাতা হাইকোর্ট-এর বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণাভ ঘোষ তাঁদের আইনজীবীদের কাছ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। নতুন বিচারপতিদের স্বাগত জানিয়ে অ্যাডভোকেট জেনারেল এস এন মুখার্জি বলেছেন, নিজের ৩৬ বছরেরও বেশি অনুশীলনের সময় ৫০ জনেরও বেশি বিচারককে একসঙ্গে কলকাতা হাইকোর্ট কাজ করতে দেখেননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *