নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩০ আগস্ট৷৷ আজ নেশার কবলে পড়ে যুবসমাজ ধবংসের পথে৷ এমনকি সুকল পড়ুয়া ছাত্রছাত্রীরা ও ড্রাগসের নেশায় আসক্ত হয়ে দিনের পর দিন ধবংসের পথে৷নেশা মুক্ত সমাজ গঠনে সচেতন ভূমিকায় এলাকাবাসী৷ মরণ নেশার ড্রাগসের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষার্থে এবার সচেতন ভূমিকায় এলাকার লোকজন৷ ড্রাগস সেবনের সময় এলাকাবাসীরা এক যুবককে হাতেনাতে আটক করে৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন রাজনগর জহর কলোনি এলাকায় সোমবার রাতে৷
ঘটনার বিবরনে জানা যায়, দীর্ঘদিন ধরেই রাজনগর জহর কলোনি এলাকার একাংশ যুব সমাজ মরণ নেশার ড্রাগসের করাল গ্রাসে আচ্ছন্ন হয়ে রয়েছে৷ এবার এলাকাকে ড্রাগস মুক্ত করতে উদ্যোগ গ্রহণ করে জহর কলোনী এলাকার সচেতন এলাকাবাসী৷ সোমবার রাতে এলাকার লোকজন ড্রাগসের কড়াল গ্রাসে আচ্ছন্ন এক যুবককে ড্রাগস নেওয়ার সময় হাতে নাতে আটক করে এবং উত্তম মধ্যম দিয়ে, তেলিয়ামুড়া থানার পুলিশকে খবর দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয় ওই যুবককে৷ জানা যায়, ওই যুবকের নাম বিজয় নাথ শর্মা৷ ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয় ড্রাগসের খালি কৌটো সহ ড্রাগস সেবনের সরঞ্জাম৷ এলাকাবাসীদের আসার আঁচ পেয়ে এলাকার আরো বেশ কয়েকজন ড্রাগস সেবনকারী এলাকা থেকে পালিয়ে যায়৷
এলাকাবাসীদের অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই নেশা সামগ্রী ড্রাগসের রমরমা বাণিজ্য চলছে এবং যুব সমাজের মধ্যে ড্রাগসের ছয়লাভ৷কিন্তু এ বিষয়ে একাংশ অভিভাবকদের সচেতনতার কারণেও দিন দিন ড্রাগসের করাল গ্রাসে নিমজ্জিত হচ্ছে এলাকার যুব সমাজ এমনটাই অভিযোগ এলাকাবাসীদের৷ এলাকাবাসীদের দাবি নেশা মুক্ত সমাজ গঠনে যেন প্রশাসনও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে৷৷