ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট।। মৌসুমী ও জিমির জোড়া হ্যাটট্রিক। দুর্দান্ত জয় বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের। পরপর তিন ম্যাচে হেরে চলমান সংঘের অবস্থা আরও কিছুটা সঙ্গীন হয়ে উঠেছে। পক্ষান্তরে, অপরাজয়ের ধারা অক্ষুণ্ন রেখে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের মেয়েরা সাফল্যের প্রত্যাশায় এগুচ্ছে। পুলিশ মাঠে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ঘরোয়া ক্লাব লীগ মহিলা ফুটবলের পঞ্চম ম্যাচে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার ৮-০ গোলের বিশাল ব্যবধানে চলমান সংঘকে পরাজিত করেছে। প্রথম ম্যাচে কিল্লা মর্নিং ক্লাবের সঙ্গে ড্র-এর পর টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ পেয়েছে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার। প্রথমার্ধে চলমানের মেয়েরা কিছুটা রক্ষণাত্মক খেললে বিশ্রামগঞ্জের মেয়েদের গোলের খোঁজ পেতে দশ মিনিট অপেক্ষা করতে হয়। মৌসুমী ওরাং প্রথম গোলটি করার ৪ মিনিট বাদেই রেশমি কলৈই আরও একটি গোল করে ব্যবধান বাড়িয়ে দেয়। বিশ্রামগঞ্জ প্লে সেন্টার প্রথমার্ধে দুই গোলেই লিড নেয়। দ্বিতীয়ার্ধ শুরুতে চলমান সংঘের ফুটবলাররা আরও কিছুটা ছন্দহীন হলে বিশ্রামগঞ্জের মেয়েরা সুযোগ বুঝে ক্রমান্বয়ে গোল করতে থাকে। খেলার ৩৯ মিনিটের মাথায় রূপসী দেববর্মার গোল ব্যবধান বেড়ে ৩-০ হয়। ৪৭ ও ৪৫ মিনিটের মাথায় জিমি মলসুম পর পর দুটো গোল করে ব্যবধান বাড়িয়ে ৫-০ করে নেয়। পাঁচ মিনিট বাদে মৌসুমির আরও একটি গোল দলের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। অতঃপর ৪ মিনিট বাদে জিমি তার তৃতীয় গোলটি করে একদিকে হ্যাটট্রিক এবং অপরদিকে গোল ব্যবধান বাড়িয়ে ৭-০ করে নেয়। খেলার অন্তিম সময়ে শেষ বাঁশি বাজার এক মিনিট আগে মৌসুমীও তার তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক করার পাশাপাশি চূড়ান্ত ব্যবধান ৮-০ করে নেয়। উল্লেখ্য, খেলায় অসদাচরণের দায়ে দু’দলের দু’জনকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সুশান্ত দাস, সঞ্জয় দাস। দিনের খেলা: জম্পুইজলা প্লে সেন্টার বনাম ত্রিপুরা স্পোর্টস স্কুল, বিকেল তিনটায়, পুলিশ মাঠে।