জম্মু-কাশ্মীরে বড়সড় ধস কংগ্রেসে, আজাদকে সমর্থন জানিয়ে হাত ছাড়লেন ৬৪ জন নেতা

শ্রীনগর, ৩০ আগস্ট (হি.স.): জম্মু-কাশ্মীরে বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। এবার গুলাম নবী আজাদকে সমর্থন জানিয়ে কংগ্রেস ছাড়লেন জম্মু-কাশ্মীরের ৬৪ জন নেতা। এই ৬৪ জনের মধ্যে প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তারা চাঁদও রয়েছেন। মঙ্গলবার গুলাম নবী আজাদকে সমর্থন জানিয়ে জম্মু-কাশ্মীরের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তারা চাঁদ-সহ ৬৪ জন নেতা পদত্যাগ করেছেন।

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে একটি যৌথ পদত্যাগপত্র জমা দিয়েছেন তাঁরা। তারা চাঁদ এবং প্রাক্তন মন্ত্রী আব্দুল মজিদ ওয়ানি, মনোহর লাল শর্মা, ঘরু রাম এবং প্রাক্তন বিধায়ক বলওয়ান সিং-সহ আরও কয়েকজন, একটি সংবাদ সম্মেলনে তাঁদের প্রাথমিক সদস্যপদ-সহ অন্যান্য পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করেছেন। বলওয়ান সিং বলেছেন, আমরা আজাদকে সমর্থন জানিয়ে কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *