ভারত এখন আর দুর্বল নয়, সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম : রাজনাথ সিং

উদয়পুর, ৩০ আগস্ট (হি.স.): প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ফের একবার বললেন, ভারত কখনও কোনও দেশে আক্রমণ করেনি অথবা অন্য দেশের এক ইঞ্চিও জমি দখল করেনি। তবে কেউ যদি খারাপ দৃষ্টি দেওয়ার চেষ্টা করে তবে আমরা উপযুক্ত জবাব দেব। ভারত এখন আর দুর্বল নয়, বরং শক্তিশালী এবং সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম।

মঙ্গলবার উদয়পুরের পান্নাধায় পার্কে মা পান্নাধয়ের মূর্তির উন্মোচন অনুষ্ঠানে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত বিশ্বের একটি শক্তিশালী দেশে পরিণত হয়েছে, আত্মনির্ভর ভারত ২০৪৭ সালের মধ্যে প্রতিরক্ষা সেক্টরে সাড়ে তিন লক্ষ কোটি টাকা রফতানি করবে। আগামী ২৫ বছর ভারতের অমৃত কাল এবং ভারত ২০৪০ সালে বিশ্বগুরুর অবস্থানে থাকবে।

নতুন ভারত গড়তে যুব সমাজের কাছে আহ্বান জানিয়ে রাজনাথ সিং বলেছেন, আমাদের মহাপুরুষদের মূর্তিগুলি আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। সাম্রাজ্য ও সম্রাটদের সবাই মনে রাখে কিন্তু যারা সাম্রাজ্য ও সম্রাট গড়ে তোলে তাদের পেছনে যারা আত্মত্যাগ করেছে তাদেরও মনে রাখা উচিত। প্রতিরক্ষামন্ত্রী বলেন, বক্তৃতা দিয়ে বেকারত্বের সঙ্কট শেষ করা যাবে না, এ জন্য প্রয়োজন কঠিন সিদ্ধান্ত। প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, প্রতিরক্ষা সেক্টরে স্বনির্ভর হওয়ার জন্য স্বদেশীকে উন্নীত করা হচ্ছে। যদি কোনও বিদেশি কোম্পানি ভারতে ব্যবসা করতে চায়, তাহলে সেই দেশ ভারতে এসে কারখানা প্রতিষ্ঠা করবে, উৎপাদন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *