নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.): অর্থনীতি নিয়ে চিন্তা বাড়িয়ে এ বার পতনের আরও একটি মাইলফলক ছুঁয়ে ফেলল ডলারের সাপেক্ষে টাকার দাম। সোমবার বাজার খুলতেই ডলারের নিরিখে টাকার দামের পতন হয় অনেকটাই। এক মার্কিন ডলারের দাম হল ৮০.১১ টাকা।
এর আগে গত শুক্রবার (২৬ আগস্ট) ডলারের সাপেক্ষে টাকার দাম ছিল ৭৯.৮৭। সোমবার টাকার আরও পতন হয়েছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, দেশে সেনসেক্সের পতন হচ্ছে। নানা ধরনের দোলাচলের কারণে পড়েছে টাকার দাম। টাকার দাম যেভাবে মুখ থুবড়ে পড়ছে তাতে চিন্তায় অর্থনীতি বিশেষজ্ঞরা।