মুসলপুরের বিষ্ণুপুরে শূকরের অস্বাভাবিক মৃত্যু

বাকসা (অসম), ২৯ আগস্ট (হি.স.) : বাকসা জেলার অন্তর্গত মুসলপুরের বিষ্ণুপুরে শূকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে শূকর পালকদের মধ্যে।

জানা গেছে, মুসলপুরের বড়বড়ি থানাধীন বিষ্ণুপুর এলাকায় শ-খানেক শূকরের অস্বাভাবিক মৃত্যুতে শূকর পালকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। জনৈক তুলসী তরুণ বড়োর খামারের প্রায় শতাধিক এবং এলাকার অন্যান্য শূকরপালকদের বহু শূকর মারা গেছে।

তুলসী বড়ো জানান, শূকররা প্রথম দিকে খাবার খায় না, শরীরে লাল দাগের সৃষ্টি হয়। তারপর মারা যায়। তাঁর খামারে আফ্রিকান সোয়াইন ফিভারে গর্ভবতী শূকর সহ শত শত শূকর মারা গেছে। তাদের শো-শো শূকরের মৃত্যুতে কয়েক লক্ষ টাকার লোকসান হয়েছে।

তিনি জানান, বিভাগীয় কর্তৃপক্ষের তরফে শূকরের মৃত্যুর খবর পেয়েও এখনও পর্যন্ত কেউ কোনও খবর নিতে আসেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *