নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.): জাতীয় ক্রীড়া দিবসে সমস্ত ক্রীড়াবিদদের হার্দিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা-বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলি খেলাধুলার জন্য দারুণ ছিল, এই ধারা অব্যাহত থাকুক।
২৯ আগস্ট মেজর ধ্যানচাঁদের জন্মদিন, এই দিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয়। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদকে সম্মান জানাতেই জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয় দিনটি।
সোমবার সকালের টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, জাতীয় ক্রীড়া দিবসের শুভেচ্ছা এবং মেজর ধ্যানচাঁদজিকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। সাম্প্রতিক বছরগুলি খেলাধুলার জন্য দারুণ কেটেছে। এই ধারা অব্যাহত থাকুক। খেলাধুলা সমগ্র ভারতে জনপ্রিয়তা পেতে থাকুক।

