বিমান বাহিনীর প্রধান রাডার স্টেশন পরিদর্শন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ

নয়াদিল্লি, ২৯ আগস্ট ( হি.স.) : সোমবার ভারতীয় বায়ুসেনার প্রধান রাডার স্টেশন পরিদর্শন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি তাঁকে ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম (আইএসিসিএস) সম্পর্কে অবহিত করা হয়। নেটওয়ার্ক অপারেশনের ক্ষেত্রে এই সিস্টেমটি ভারতীয় বায়ুসেনার মেরুদণ্ড। এর ক্ষমতাগুলি বায়ুসেনা বাহিনীকে উন্নত পরিস্থিতিগত সচেতনতা বাড়াবে। ভারতীয় বিমান বাহিনীর সেন্সর-টু-শুটার লুপকে কমিয়ে এই শক্তিশালী সিস্টেমের কার্যকারিতায় সক্ষম করবে।

সারাদেশে বিভিন্ন স্থানে বিভিন্ন নেটওয়ার্ক অপারেশন প্রতিরক্ষা মন্ত্রীর সামনে প্রদর্শন করা হয়। এর মধ্যে রয়েছে ফাইটার, পরিবহন এবং দূরবর্তীভাবে চালিত বিমানের নেটওয়ার্ক এবং সামগ্রিক কার্যক্রম।