সীতাপুর(উত্তরপ্রদেশ), ২৯ আগস্ট ( হি.স.) : খয়রাবাদ এলাকায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার পুলিশ জানিয়েছে, পুলিশ গ্রে মার্কেটে ৫ কোটি টাকা মূল্যের পাঁচ কেজি হেরোইন ওই ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধার করেছে। সীতাপুরের পুলিশ সুপার সুশীল চন্দ্রভান বলেন, নিয়মিত অভিযান চালানোর সময় পুলিশ লখিমপুর খেরি জেলার কালবিন্দর সিংকে গ্রেফতার করে তার কাছ থেকে পাঁচ কেজি হেরোইন উদ্ধার করে।
অভিযুক্ত স্বীকার করেছে, সে একটি মাদক র্যাকেটের সঙ্গে জড়িত। পুলিশ সুপার বলেন, খয়রাবাদ থানায় মাদকদ্রব্য ও সাইকোট্রপিক সাবস্টেন্সেস (এনডিপিএস) আইনের ৩৪৮/২২, ৮/১৮ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।জিজ্ঞাসাবাদে দুজনের নাম এসেছে এবং শিগগি