হিলি, ২৮ আগস্ট(হি.স.) : দক্ষিণ দিনাজপুরের হিলিতে ইন্দো বাংলাদেশ সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হল। রবিবার সকালে হিলি ব্লকের পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের চকগোপাল বিওপি সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় হিলি থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহ উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। মৃত বৃদ্ধা বাংলাদেশের বাসিন্দা হতে পারে বলে প্রাথমিকভাবে গ্রামবাসী ও পুলিশের অনুমান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
2022-08-28

