নয়াদিল্লি, ২৬ আগস্ট ( হি.স.) : আজ শুক্রবার হাথরস হিংসা ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার হওয়া মালায়ালি সংবাদপত্রের সাংবাদিক সিদ্দিক কাপানের জামিন আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্ট।
গত ২ আগস্ট এলাহাবাদ হাইকোর্ট সিদ্দিকীর জামিন আবেদন খারিজ করেছিল। ইউএপিএ-এর অধীনে অভিযোগে অভিযুক্ত এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। কাপান গত দুই বছর ধরে কারাগারে রয়েছেন। কাপান কেরল সাংবাদিক ইউনিয়নের দিল্লি শাখার সম্পাদক। ২০২০ সালের অক্টোবরে হাথরস গণধর্ষণ কাভার করতে যাওয়ার সময় কাপ্পানকে গ্রেফতার করা হয়েছিল।