লন্ডন, ২৬ আগস্ট (হি.স.) : গোমাতার পুজো করে আশীর্বাদ চেয়ে নিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকা ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক । স্ত্রী অক্ষতা মূর্তির সঙ্গে ঋষি সুনকের গোপুজা করার ভিডিওটিও বেশ ভাইরাল হয়ছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। তিনি প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী ছিলেন। এখন জনসনের উত্তরসূরি হওয়ার দৌড়ে যোগ দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী হতে প্রাক্তন বিদেশ সচিব লিজ ট্রাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশের অর্থনীতি নিয়ে তাঁর পরিকল্পনা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি বলেই মত বিশেষজ্ঞদের। সেই কারণেই দলীয় কর্মীদের ভোট পাচ্ছেন ঋষির প্রতিদ্বন্দ্বী ট্রাস। সমীক্ষা থেকে দেখা যাচ্ছে, প্রায় ৬৬ শতাংশ ভোট পেতে চলেছেন ট্রাস। মাত্র ৩৪ শতাংশ ভোট পড়বে ঋষির পক্ষে। আগামী ৫ সেপ্টেম্বর নির্বচনের ফল ঘোষণা করা হবে।
যদিও ভারতীয়দের কাছ থেকেও অনেক সমর্থন পাচ্ছেন সুনক। গত সপ্তাহে তাঁকে দেখা গিয়েছিল জন্মাষ্টমী উপলক্ষে স্ত্রী অক্ষতা মূর্তিকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডের ইসকন মন্দিরে গিয়ে পুজো দিতে। হরে কৃষ্ণ লেখা উত্তরীয় পরে হাতজোড় করে প্রণাম করতে দেখা গিয়েছিল । এবার গোমাতার পুজো করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রিত্বের দৌড়ে থাকা ঋষি সুনক । ভাইরাল ভিডিওতে, সুনককে তার স্ত্রী অক্ষতার সাথে গরুর আরতি করতে দেখা যায়। বাছুরকে জল নিবেদন করে মন্ত্রোচ্চারণের মাধ্যমে আশীর্বাদ নিতে দেখা যায় তাঁকে। সেই ছবি ও ভিডিও দেখে উচ্ছ্বসিত সেদেশে থাকা ভারতীয়রা। জনৈক নেটিজেন উচ্ছ্বসিত হয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, লন্ডনে বসে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি যেভাবে পুজো করছেন গোমাতাকে, তা হিন্দু ঐতিহ্যের শক্তির কথা মনে করিয়ে দেয়।