কলকাতা, ২৬ আগস্ট (হি. স.) : ফের বাংলাদেশ থেকে বিতাড়িত হিন্দুদের নৈঃশব্দকে তোপ দাগলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। আগে নানা সময় এ ব্যাপারে তিনি সরব হয়েছেন। শুক্রবার তিনি টুইটারে লিখলেন, “কাশ্মীরি পন্ডিতরা তাদের বিতাড়নটা ভোলেনি“।
শুভেন্দু অধিকারী, তথাগত রায় এবং সপ্তর্ষি সরকারকে যুক্ত করে এবিভিপি-র রাজ্য কমিটির পরিচালনমন্ডলির সদস্য অভীক চৌধুরী শুক্রবার টুইটারে লিখেছেন, “কাশ্মীরি পন্ডিতদেরও কোটি কোটি টাকা ছিল। তবুও এক রাত্রে এক কাপড়ে পালিয়ে আসতে হয়েছিল। তাই অর্থের চেয়েও ধর্ম বড়।“
এর প্রেক্ষিতে তথাগতবাবু টুইটারে লিখেছেন, “পূর্ববাংলার হিন্দুদেরও তাই। মেঘনাদ সাহা লোকসভায় বলেছিলেন, ঢাকা শহরের পঁচাত্তর শতাংশ ভূসম্পত্তির মালিক ছিলেন হিন্দুরা। তফাতের মধ্যে কাশ্মীরি পন্ডিতরা তাদের বিতাড়নটা ভোলেনি।“