যতীন দাস পার্কে পুলিশ বিজেপির মিছিলের পথ আটকানোয় ধুন্ধুমার

কলকাতা, ২৬ আগস্ট (হি. স.) : শুক্রবার দক্ষিণ কলকাতায় যতীন দাস পার্কে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার কাণ্ড হয়। বিজেপির মহিলা মোর্চার মিছিল ঘিরে দেখা দেয় উত্তেজনা। নারকেলডাঙায় অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরকাণ্ডে প্রতিবাদে ডাক হয়েছিল বিজেপির এই মিছিল।

মহিলাদের উপর নির্যাতনের প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চার তরফে এক মিছিলের ডাক দেওয়া হয়। মিছিল কালীঘাট পর্যন্ত যাওয়ার কথা ছিল। এদিনের মিছিলের শুরুতেই পথ আটকায় পুলিশ। দফায় দফায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলে। আটক করা হয় কর্মীদের।

এদিন গোটা চত্বরেই মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের অভিযোগ, বেলা ৩টেয় এই মিছিল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে বেলা ২টো থেকেই রাস্তায় বিজেপির মহিলা মোর্চার কর্মী দেখলেই আটক করে তোলা হয় প্রিজন ভ্যানে।

প্রসঙ্গত, প্রোমোটিং নিয়ে বিবাদের জেরে নারকেলডাঙায়, অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ ওঠে। অভিযুক্ত প্রোমোটার সহ ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। খাস কলকাতার বুকে, নারকেলডাঙা এলাকায় এই চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। এই ঘটনায় স্থানীয় তৃণমূল বিধায়ক পরেশ পালের দিকে অভিযোগের আঙুল তুলেছে অভিযোগকারী পরিবার।