নয়াদিল্লি, ২৬ আগস্ট ( হি.স.) : দিল্লি বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন শুরু হয়েছে। সভা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা। বিজেপি বিধায়ক অজয় মাহাওয়ার এবং অভয় ভার্মা আসনের উপর দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করেন। এরপর কিছুক্ষণের জন্য কার্যক্রম মুলতবি করা হয়।
দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া বলেন, তাঁর বিরুদ্ধে সিবিআই এফআইআর “সম্পূর্ণ ভুয়ো”। এর পাশাপাশি তিনি অভিযোগ করেন, বিজেপি কেন্দ্র শাসিত রাজ্য সরকারগুলিকে শেষ করতে সিরিয়াল কিলারের মতো কাজ করছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী অন্যের ভালো কাজ দেখে নিরাপত্তাহীন হয়ে পড়েন। তার চেয়ে বেশি নিরাপত্তাহীন মানুষ আর দেখিনি। অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী হলে এমন কিছু করতেন না।
তিনি বলেন, অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রের সমস্ত ভাল উদ্যোগে প্রধানমন্ত্রীকে সমর্থন করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী করেছেন উল্টো। সিসোদিয়া বলেন, সিবিআই আধিকারিকরা তাঁর বাড়িতে ১৪ ঘন্টা অভিযান চালিয়ে তাঁর পোশাক এমনকি তাঁর বাচ্চাদের জামাকাপড়ও তল্লাশি করেছিল, কিন্তু কিছুই পাওয়া যায়নি।

