তুমকুরু সড়ক দুর্ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ আগস্ট (হি. স.) : বৃহস্পতিবার কর্ণাটকের তুমাকুরু জেলায় পথ দুর্ঘটনায় নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।পাশাপাশি দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু আর্থিক সাহায্যের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে টুইটে বলা হয়েছে, “কর্নাটকের তুমাকুরু জেলায় দুর্ঘটনাটি হৃদয় বিদারক। শোকাহত পরিবারের প্রতি রইল সমবেদনা। আহতদের সুস্থতার জন্য রইল প্রার্থনা। পিএমএনআরএফ থেকে মৃতদের প্রত্যেক পরিবারকে ২ লক্ষ টাকা দেওয়া হবে। আহতদের ৫০,০০০ টাকা দেওয়া হবে।”

প্রসঙ্গত, কর্ণাটকের টুমকুর জেলায় জিপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিন শিশু-সহ ন’জন। আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকেরই আঘাত গুরুতর হওয়ার মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।