অটল স্মৃতি প্রাইজমানি ফুটবল, উদ্বোধনী ম্যাচে জয়ী জুম্মা এফসি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট।। উদ্বোধনী ম্যাচে জয় পেলো জুম্মা এফ সি নবীনছড়া। নূণ্যতম গোলে পরাজিত করলো আর সি পি ই দলকে। পানিসাগর স্পোর্টস ক্লাব আয়োজিত অটল বিহারী বাজপেয়ী স্মৃতি প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায়। আর সি পি ই মাঠে অনুষ্ঠিত আসরের এদিন উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক বিনয় ভূষন দাস। আসরের উদ্বোধন করে তিনি বলেন,”একমাত্র খেলাধূলায় সঠিক সমাজ গঠনে বড় ভূমিকা নিতে পারে। খেলাধূলার মধ্য দিয়ে শরীর এবং মন সুস্থ থাকে। বর্তমান সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ত্রিপুরার খেলাধূলার উন্নতির জন্য কাজ করে চলছে। গড়ে তোলা হচ্ছে ক্রীড়া পরিকাঠামো”। এরপর দুদলের ফুটবলারদের সঙ্গে পরিচিত হয়েছেন উপস্থিত অতিথিরা। উত্তেজনাপূর্ণ উদ্বোধনী ম্যাচে ‌জুম্মা এফ সি নবীনছড়া ১-‌০ গোলে পরাজিত করে আর সি পি ই দলকে। প্রথমার্ধ গোলশূণ্য থাকার পর দ্বিতীয়ার্ধে বিজয়ী দলের পক্ষে জয়সূচক গোলটি করেন বিকাশ কুশুম চাকমা। খেলা পরিচালনা করেন বিপ্লব সিনহা। প্রসঙ্গত:‌ আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ পাবে যথাক্রমে ২ এবং ১ লাখ টাকা প্রাইজমানি।