বিহার বিধানসভার স্পিকার পদ থেকে ইস্তফা বিজয় সিনহার, বললেন এই আসন পঞ্চ পরমেশ্বর

পাটনা, ২৪ আগস্ট (হি. স.) : বিহার বিধানসভার স্পিকার পদ থেকে ইস্তফা দিয়েছেন বিজয় কুমার সিনহা। বুধবার বিহার বিধানসভার স্পিকার পদ থেকে ইস্তফা দেওয়ার পর অধ্যক্ষের আসনকে ‘পঞ্চ পরমেশ্বের’ আখ্যা দিয়েছেন তিনি। নিজের বিরুদ্ধে ওঠা অনাস্থা প্রস্তাব প্রসঙ্গে এদিন বিজয় কুমার সিনহা বলেছেন, “এই আসন হল ‘পঞ্চ পরমেশ্বর’। এই আসনের প্রতি সন্দেহ প্রকাশ করে আপনারা কী বার্তা দিতে চান? মানুষই সিদ্ধান্ত নেবে।”

অনাস্থা প্রস্তাব প্রসঙ্গে বিজয় কুমার সিনহা আরও বলেছেন, “আমি আপনাদের বলতে চাই যে আপনাদের আনা অনাস্থা প্রস্তাব অস্পষ্ট। গৃহীত ৯ জনের চিঠির মধ্যে আটটি নিয়মানুযায়ী ছিল না।” যাইহোক নীতীশ কুমার সরকারের শক্তি প্রদর্শনের প্রাক্কালে এদিন বিহার বিধানসভার স্পিকার পদ থেকে ইস্তফা দিয়েছেন বিজয় কুমার সিনহা।