কারবি আংলঙে পুলিশের জালে এনএসসিকে-র তিন সদস্য, গুলিবিদ্ধ এক জঙ্গি সংগঠন, বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র

ডিফু (অসম), ২৪ আগস্ট (হি.স.) : কারবি আংলং‍ জেলায় সদ্য-ভূমিষ্ট জঙ্গি সংগঠন এনএসসিকে-র তিন সদস্য পুলিশের জালে ধরা পড়েছে। ধৃত তিন জঙ্গিকে দইথর বাপুরাম সিংনর গ্রামের পবিত্র শইকিয়া ওরফে তেরন, ডিফু পঞ্চায়েত কলোনির রাহুল তকবি এবং দেইথর স্বার্থে ইংহি গ্রামের ডেভিড ইংহি। ধৃত তিনজনের হেফাজত থেকে পুলিশ তিনটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ২১ রাউন্ড সক্রিয় গুলি উদ্ধার করেছে। জঙ্গি পাকড়াও অভিযানে পুলিশের গুলিতে আহত হয়ে বর্তমানে ডিফু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এনএসসিকে ক্যাডার পবিত্র শইকিয়া। জঙ্গি পাকড়াও করতে গিয়ে গোলাগুলির ঘটনা মঙ্গলবার সংঘটিত হয়েছে।

কারবি আংলং জেলায় দীর্ঘদিন সশস্ত্র উগ্রপন্থী সংগঠনগুলির সন্ত্রাস চলার পর গত বছরের ৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের সঙ্গে কারবি পাহাড়ের ছয়টি উগ্রপন্থী সংগঠন শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছিল। এর পর দুটি পাহাড়ি জেলা কারবি আংলং এবং ডিমা হাসাওয়ের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন।

সরকারও কারবি পাহাড়ে শান্তির বাতাবরণ ফিরে এসেছে বলে দাবি করলেও ২৩ এবং ২৪ সেপ্টেম্বর কারবি আংলং পুলিশ দেইথর এবং ডিফুতে অভিযান চালিয়ে এনএসসিকে-র তিন সদস্যকে গ্রেফতার করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *