নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৪ আগস্ট৷৷ আরটিআই মূলে চাকুরিতে পুনঃনিযুক্তির দাবী এবং গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য ১০৩২৩-এর শিক্ষক শিক্ষিকারা সৈজন্য মূলক সাক্ষাৎ করেন তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে বুধবার৷ এইদিন প্রায় ১৫০ জন চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকার তেলিয়ামুড়া টাউন হল প্রাঙ্গণে জড়ো হয়৷ সেখান থেকে তারা সংঘবদ্ধভাবে তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে যান৷ পরে পাঁচ ছয় জনের একটি প্রতিনিধি দল বিদ্যালয় পরিদর্শক বিশ্বজিৎ দেববর্মার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন৷ সেখানে বিদ্যালয় পরিদর্শকের কাছে তাদের দাবি রাখেন আর টি আই মূলে তাদের চাকরি যায়নি৷ সেই বিষয়টি জানতে বিদ্যালয় পরিদর্শকের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন৷ আর টি আই মূলে যে তথ্য রয়েছে তাদেরকে সেই তথ্য দেওয়ার জন্য আর্জি জানানো হয় বিদ্যালয় পরিদর্শকের কাছে৷
2022-08-24