নয়াদিল্লি, ২৪ আগস্ট ( হি.স.): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রয়াত নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, অরুণ জেটলি ক্ষমতায় থাকাকালীন তিনি সর্বদা দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছিলেন।
বুধবার শাহ টুইট করেছেন, “অরুণ জেটলি জি একজন উজ্জ্বল বক্তা, একজন দক্ষ রাজনীতিবিদ এবং একজন অতুলনীয় আইনজ্ঞ ছিলেন। ক্ষমতায় ও বিরোধী দলে থাকাকালীন তিনি সব সময় দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। তিনি দেশের জটিল অর্থনৈতিক ও আইনি প্রক্রিয়াকে সরলীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে, আমি তাঁকে আন্তরিক শ্রদ্ধা জানাই।”

