বাগদায় গাঁজাসহ ধৃত পাঁচ পাচারকারী

বাগদা, ২৪ আগস্ট (হি. স.) : উত্তর ২৪ পরগনায় বাগদা থানার সিন্দারানি গ্রাম পঞ্চায়েতের পাকবাড়ি এলাকায় গাঁজা পাচারের অভিযোগে আটক দুই নারীসহ পাঁচজন পাচারকারী। মঙ্গলবার বাগদা থানার পুলিশ তাদের আটক করে। বুধবার বারাসত আদালতে পেশ করা হলে বিচারক পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।

সূত্রের খবর, স্থানীয়রা প্রথমে ওই পাঁচজনকে সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাফেরা করতে দেখেন। সন্দেহ হলে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে বাগদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন পাঁচজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশ তাদের জিনিসপত্র তল্লাশি করলে তাদের কাছ থেকে গাজার প্যাকেট উদ্ধার করে । পুলিশ জানিয়েছে, ধৃতরা হল মঙ্গলগঞ্জ বাগদার রবিউল মন্ডল (২২), ঘাটবোর্ড বনগাঁর আলমীন মন্ডল (২৩), নলদুগরা বাগদার সেলিম মালিক (২৫), কৃষ্ণগঞ্জ নদীয়ার সোনালী পোদ্দার (২৮), মাঝদিয়া নদীয়ার সীমা রায় (১৮)। হয়

পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেহভাজন পাঁচ পাচারকারীর কাছ থেকে ১১ প্যাকেট গাঁজা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত প্যাকেটে ২২ কেজি ৬১০ গ্রাম গাঁজা পাওয়া গেছে। দুই মহিলা সহ মোট পাঁচ পাচারকারীকে বাগদা থানার পুলিশ গ্রেফতার করে বুধবার বারাসত আদালতে পেশ করেছে। যেখান থেকে তাদের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।