ক্লাবগুলোকে ভর্তুকির সমালোচনায় তথাগত রায়

কলকাতা, ২৩ আগস্ট (হি. স.) : পুজোয় ক্লাবগুলোকে ভর্তুকির সমালোচনা করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

মঙ্গলবার তিনি টুইটারে লিখেছেন, “জনপ্রিয় হতে বেসামাল হয়ে গেছেন! ঋণগ্রস্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, কর্মচারীদের বকেয়া ডিএ দিতে অক্ষম। দুর্গা পূজায় ভর্তুকি ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করেছেন। তারপর, কর্মচারীদের শান্ত করার জন্য, তিনি ৩০ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেন। টাকা কোথা থেকে আসবে? মা দুর্গা সরবরাহ করবেন, বললেন মুখ্যমন্ত্রী!

র্রসঙ্গত, সোমবার বৈঠক চলাকালীন বিজেপিকে কটাক্ষ ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “অনেকে অনেক সময় বড় বড় কথা বলে। কলকাতায় নাকি সরস্বতী পুজো কিংবা দুর্গাপুজো কিছুই হয় না। আমি বলতে চাই, বাংলার মতো পুজো আর অন্য কোথাও হয় না। দুর্গাপুজোকে মাথায় রেখে এক বছর ধরে স্বেচ্ছাসেবী থেকে শুরু করে অন্যান্য একাধিক পরিকল্পনা স্থির করা হয়। কে ফল কাটবে কিংবা কি থিম হবে, কোন ক্লাব কাকে দিয়ে পুজো করাতে চলেছে, সব বিষয় নিয়ে পরিকল্পনা চলে।”