বুধে হরিয়ানা ও পঞ্জাবে সফর প্রধানমন্ত্রীর, দেশকে উৎসর্গ করবেন দুই হাসপাতাল

নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.): বুধবার, ২৪ আগস্ট হরিয়ানা ও পঞ্জাব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ২৪ আগস্ট হরিয়ানা ও পঞ্জাব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন বেলা এগারোটা নাগাদ হরিয়ানার ফরিদাবাদে অমৃতা হাসপাতালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর পঞ্জাবের মোহালিতে যাবেন প্রধানমন্ত্রী, মুল্লানপুরে হোমি ভাভা ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

২,৬০০ শয্যা বিশিষ্ট অমৃতা হাসপাতালটি একটি সুপার-স্পেশালিটি হাসপাতাল। আনুমানিক ৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতালটি ফরিদাবাদ এবং সমগ্র এনসিআর অঞ্চলের মানুষকে অত্যাধুনিক স্বাস্থ্যসেবা সুবিধা প্রদান করবে। হোমি ভাবা ক্যান্সার হাসপাতাল এবং গবেষণা কেন্দ্রটি ৩০০-শয্যার একটি টারশিয়ারি কেয়ার হাসপাতাল এবং সার্জারি, রেডিওথেরাপি এবং মেডিকেল অনকোলজি – কেমোথেরাপি, ইমিউনোথেরাপি এবং অস্থি মজ্জা প্রতিস্থাপনের মতো প্রতিটি উপলব্ধ চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে সমস্ত ধরণের ক্যান্সারের চিকিৎসার জন্য আধুনিক সুবিধা দিয়ে সজ্জিত।