মিজোরামের কলাশিব জেলায় উদ্ধার ১৩.৪ কোটি টাকার নিষিদ্ধ হেরোইন, গ্রেফতার দুই

আইজল, ২৩ আগস্ট (হি.স.) : মিজোরামের কলাশিব জেলায় রাজ্য পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ১৩.৪ কোটি টাকার হেরোইন। মাদক কারবারে জড়িত অভিযোগে দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। আটককৃত দু-জনকে পুলিশ খুলসাওমসাঙ্গা (৩৭) এবং লালথাংলিয়ানা (৪৪) বলে শনাক্ত করেছে।

আজ মঙ্গলবার রাজ্য পুলিশের জনৈক পদস্থ অফিসার জানান, আসাম রাইফেলসের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার রাত প্রায় ১১টা নাগাদ কলাশিব জেলার কানান এলাকায় একটি পণ্যবাহী ট্রাকের গতিরোধ করে তাতে তালাশি চালায় পুলিশের এক দল। তালাশি চলিয়ে পুলিশের দলটি ট্রাকের গোপন চেম্বার থেকে চার প্যাকেটে ২.৭ কিলোগ্রাম হেরোইন উদ্ধার করেছে। মাদক পাচারের সঙ্গে জড়িত অভিযোগে খুলসাওমসাঙ্গা এবং লালথাংলিয়ানাকে আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে প্রদত্ত স্বীকরোক্তির ভিত্তিতে দুজনের বিরুদ্ধে স্পেশাল নারকোটিক থানায় ‘নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫’ (এনডিপিএস)-এর নির্দিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, জানান পদস্থ পুলিশ আধিকারিকটি।

উল্লেখ্য, এর আগে গত ৫ আগস্ট মিজোরামের আইজল জেলার বিশেষ শাখা (ডিএসবি) এবং ২ নম্বর আসাম রাইফেলসের যৌথ অভিযানে ২.১৪ কোটি টাকার ৪২৮.০৪ গ্রাম নিষিদ্ধ হেরোইনের সঙ্গে এক মায়ানমারের নাগরিক খুপজাতুঙ্গা (৪২)-কে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃত ওই মাদক কারবারি মায়ানমারের দারখাই খাওথারের বাসিন্দা। ওই ঘটনায় কুলিকান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *